জীবন নিরন্তর কাজ করে যায়
জড় জীবনহীন চুপ করে রয়।
জড়ো ও জীবনের পার্থক্য এটা
জীবনের দর্শন জন্ম মৃত্যু যেটা।
আজ যে জীবন্ত কাল হবে জড়
তাই জীবন থাকিতে সম্মুখে বাড়।
নাহলে পাবেনা সময় জড় হয়ে যাবে
জগতের এক কোণে পড়ে তুমি রবে।
রাখিবে না মনে কেউ রাখিবে না আর
ওই সৃষ্টির সুধা রস নিতে পারে ভার।
তুমি যদি দিতে পারো কিছু অপরেরে
অপরও দেবে তোমায় জেনো প্রাণ ভরে।
এ জীবন হারাইওনা হেলাফেলা করে
শ্রমের মূল্য দিয়ে রাখো তারে ধরে।
শ্রদ্ধায় করিবে স্মরণ উত্তরসুরি তোমার
মরেও বেঁচে রবে নিয়ে জগতের ভার।
২২শে মাঘ,১৪৩১,
ইং ০৫/০২/২০২৫,
বুধবার রাত ৭:০১। ২৬৩৭,
২৪/১৩১, ,০৬/০২/২০২৫।