সারা জীবন সত্যের পথে
চলে কি লাভ হবে?
শেষ জীবনে একটা মিথ্যা
শেষ করে দেবে।
সত্য বাস্তব বিবেক বুদ্ধি
আমরা হেথা পাই;
অবাস্তব ওই মিথ্যার পথ
শূন্য মানি তাই।
ওই মিথ্যারা পেতেছে ফাঁদ
লোভের টোপ দিয়া;
একটু ভুল করলে পরেই
শেষ সকল নিয়া।
চারিদিকে তাকিয়ে দেখো
মিথ্যারা সব ছুটছে;
সত্য ছেড়ে আজ যে সবাই
একসাথে জুটছে ।
কেমনে সত্য ও বাস্তব, বাঁচবে?
এযে অবাস্তবের যুগ;
তাই সত্য ফেরে মুখ লুকিয়ে
যদিও থাকে ভুখ।
সত্য যেথা আনন্দ তথা
কষ্ট হয় না মোটে;
তাই রাখাল আনন্দে থাকে
গরু নিয়ে গোঠে।
বাজায় বাঁশি আপন মনে
অথবা করে গান;
আনন্দে কাটে দিনটা তাহার
বুকে শান্তির বান।
৬ই ফাল্গুন, ১৪৩১,
ইং ১৯/০২/২০২৫,
বুধবার সন্ধ্যা ৬:৪৭। ২৬৫১,
২৪/১৬৫, ২১/০২/২০২৫।