জীবন আসে  জীবন যায়
          সবাই জন্ম-মৃত্যু বলে মেনে নেয়।
               যাওয়া-আসার এমন খেলা
               কেউ কিছু না খুঁজে পায়।


           এই বিশ্বাস, একটা শব্দ মাত্র
                মূল্য তাহার কিছুই নাই
           কোথায় খুঁজবো? কোথায় পাবো?
                বলতে পারো কোথায় যাই?


           না পেয়ে সেই অমোঘ পথের দিশা
                    পাগল হয়ে ঘুরে বেড়াই
            ঘুরতে ঘুরতে দিন শেষে সন্ধ্যা হলে
                  কোন আঁধারে মিলিয়ে যাই?


                      প্রশ্ন করি সবার কাছে
           যদি তোমরা কেউ প্রশ্নের উত্তর খুঁজে পাও
                     ধন্য হবো আমরা সবাই
           দাও সেই কথাটা সবাইকে আজ বলে দাও।


                       অন্ধকারে রেখো না আর
             বিশ্বাস-অবিশ্বাসে পাগল পাগল আমরা;
                         সত্য-মিথ্যার সংঘাতে তাই
             বলো- কেমনে করে ছুটাই এই জীবন ঘোড়া?
          
                ২৪ শে  জ্যৈষ্ঠ, ১৪২৯,
                ইং ০৮/০৬/২০২২,
                  বুধবার রাত ১২:৪১। ১৭২০, ২৪/০৬/২০২২।