জীবন তোমায় ডাকছে ওরে
আপন সুরে বারে বারে;
দিও না ফিরিয়ে তাঁরে
সুন্দর এই নতুন ভোরে।


আসবেনা আর এমন দিন
শোধ করতে প্রানের ঋণ;
বাজায়ে সেই মধুর বীন
ধিন ধিন ধিন তা ধিন ধিন।


গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
প্রাণের খেলায় শীত বসন্ত;
কাটিয়ে সব মনের ভ্রান্তি
উড়িয়ে দাও সকল শ্রান্তি।


ভরে আনন্দে ওই প্রভাতে
আপন মনে খেলতে খেলতে;
সুখ দুঃখে সবাই  মেতে
ঘুমাও সুখে শেষের রাতে।


এমন জীবন আর পাবেনা
পূর্ণ করতে নিজ বাসনা;
ভাবো তুমি সেই ভাবনা
ভুলে গিয়ে সব যাতনা।


জীবন আসবে জীবন যাবে
রুখতে পেরেছে কে কবে?
খেলার পুতুল আমরা সবে
সনাতন এই প্রকৃতির ভবে।


যতদিন ওই বেঁচে থাকা
আনন্দে ভর হৃদয় ঝাঁকা;
চেতনা যেন না হয় ফাঁকা
তাঁকেই বলে সুখে থাকা।


৪ঠা পৌষ, ১৪২৯,
ইং ২০/১২/২০২২,
মঙ্গলবার সকাল ৭:৪৬। ১৮৬৩, ২১/১২/২০২২।