জীবনবোধের এ এক অসাধারণ ভাবনা
জেনেও জানি না, বুঝেও বুঝি  না।
পরিণতি এলে পরে, চোখে অশ্রু ঝরে,
সময়ের প্রেক্ষাপটে সবই স্বীকার করে।

আমরা আজ কোথায়? - কেন?
অদৃশ্য অঙ্গুলিহেলনে ছড়িয়ে পড়েছি যেন।
কাঁদি, হাসি,আর আনন্দ হয় বাসী
সম্মুখে ভাবনা ছড়িয়ে রাশি রাশি।

কতটুকু পেলাম আর কতটুকু দিলাম
জীবনের ভাবনা সবই তো হারালাম;
আবার হারাতে হারাতে জীবনের শেষে
কখন যেন পৌঁছে গেলাম।

শান্তির লাগি যতটুকু পারি
ঘরে বসে করি ভাবনা;
আঁধার যে সেই আঁধারেই থাকে
আমরাতো আলোর দেখা পাই না।

দেখেশুনে সব এই পাগল পরাণ
নির্বাক হতে চায়;
নজরুল ও বুঝি এমনটি ভেবেই
নিরব থেকেছে তায়।

২০শে অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ০৭-১২-২০২১,
মঙ্গলবার সকাল ১০:৫২। ১৫৩০, ১৪/১২/২০২১।