এই জীবনেও আনন্দ আছে
আছে তৃপ্তির সুর;
মধুর থেকে মধুর লাগে
নয় যে বেশি দূর।


টেবিল চেয়ারে সাজানো ঘর
খাবার অভাব নাই
যেমন খুশি তেমন চলি
আনন্দ কোথায় পাই?


অহম বোধটা বড় হেথায়
আনন্দ মোটেই নাই;
লোক দেখানো ঐ দৃশ্যপটে
আঁধার পায় ঠাঁই।


ওদের দিনের শেষে আনন্দেতে
নিদ্রা দেবী আসে;
সম্পদের ওই পাহাড় চূড়ায়
মনে দুশ্চিন্তাটা ভাসে।


নাই এর মাঝে আনন্দ বেশি
তৃপ্তিতে মন ভরে;
গোলা ভরা সম্পদ শুধুই
দুঃখ জড়ো করে।


২৫শে আষাঢ় ১৪৩০,
ইং  ১১/০৭/২০২৩
মঙ্গলবার বেলা ১০:২৫।২০৬৭, ১৩০৭/২০২৩।