ওই ভরা গাংগও ভাটির টানে
যায় শুকিয়ে যায় ;
কোথায় যায় প্রানের জোয়ার
কলকল রব বয়।


সবুজ শ্যামল নদীর পাড়
হরিদ্রা ও হয়;
জীবনের কোলাহল হয় বন্ধ
সেও প্রাণের দায়।


রসালো ধরা হচ্ছে হরা
রাখে কি খোঁজ কেউ?
শেষ সময়ে বুঝতে পারে
লাগলে এসে  ঢেউ।


সুজলা সুফলা শস্য শ্যামলা
হারিয়ে যখন যায়;
তখন মরুপথের যাত্রী হয়ে
পাগল পরাণ ধায়।


ধ্বংসের ফাঁদ পাতা আছে
পড়বে ধরা সবাই;
তবে কেন এত তাড়াহুড়া
আগাম হাত বাড়াই?


দুঃখের ছায়া পড়বে এসে
তোমার কুঁড়েঘরে;
পারবে না পালিয়ে যেতে
কোন কৌশল করে।


প্রাণের উচ্ছ্বাস হারিয়ে যাবে
এলে সন্ধ্যা নেমে;
ঘরের প্রদীপ জ্বলবেনা আর
জীবন যাবে থেমে।


১লা শ্রাবণ,১৪৩০,
ইং  ১৮/০৭/২০২৩,
মঙ্গলবার সকাল ৮:১৮। ২০৭৪, ১৮/২১৭, ২০/০৭/২০২৩।