আসল নকল সব মিশে যায়,
আমরা সবাই অবাক হয়ে দেখি;
কেউ ভাবে সত্যের লিজ নিয়েছি,
কেউ ভাবে মিথ্যা সত্য নাকি?


সত্য-মিথ্যার আনন্দটা হয়তো সঠিক নয়,
সত্য যখন সামনে আসে অবাক হয়ে যায়।
লজ্জা এসে ঘাড়ে চাপে মাথা নিচু হয়,
শিরদাঁড়াটা দেখি বন্ধু এমনি  বেঁকে যায়।
এমন মিথ্যা নাইবা হল এই জীবনের সাথী,
সত্য নিয়ে আনন্দেতে কাটুক সবার রাতি।
বন্ধু থাকুক বন্ধু হয়ে জীবন জুড়ে,
সুখে-দুখে ভালোবাসায় ঘরের দোরে।
কাটুক জীবন এমনি করে হাতটি ধরে,
সবাই মোদের মিলেমিশে মনের জোরে।
জীবনের এই লিমেরিক ভাবি যখন,
বুকের মধ্যে উৎলে ওঠে আপন হারা অশ্রু তখন।
চোখের দৃষ্টি ঝাপসা হয় যখন ভাবি,
বুকের ভাষায় কলম চলে আমরা কবি।
সবার জন্য রইল আমার প্রাণভরা ভালোবাসা,
বন্ধু তুমি আত্মীয় তুমি সেই মোদের প্রাণের ভাষা।


২৫ শে কার্তিক,১৪২৭,
ইং  ১১/১১/২০২০,
বুধবার সকাল ১০:৩৭। ১১৮৮, ১২/১১/২০২০।