ঐ কলমি সবুজ আর সতেজ জীবনের  প্রতীক
দেখি বাংলার মাঠে ঘাটে ডোবা আর পুকুরে;
থৈ থৈ স্বচ্ছ জলে ভাসে যৌবনের উচ্ছ্বাসে
দেখি তারে মনে প্রাণে আঁখি  ভরে জীবনে প্রবাহরে।


বাংলার বুক থেকে নিও না তারে  কেড়ে;
আনন্দে জীবন চলে প্রকৃতির সেই জোরে।
রয়েছে এত কিছু তাকাইয়া দেখি না কভু;
সাজায়ে রেখেছে প্রকৃতি শেখাতে আমাদের তবু।


এমন বঙ্গভূমি পাবে না খুঁজে তুমি
ষড় ঋতুর বৈচিত্রে ভরা এমন দেশ;
জন্মভূমি মাতৃভূমি মায়ের আদর দিলে তুমি
রেখেছো ধরে সন্তানদের ভালবেসে স্নেহের রেশ।


এমন দেশের মানুষ হারাইয়া সকল হুশ
নিজের মায়েরে ওই করে অপমান;
ধ্বংসের প্রতীক হয়ে রয়ে যাবে এরা সবে
সম্মান করিলো না এরা জন্মভূমির অকপট দান।


১১ই আষাঢ়, ১৪৩৯,
ইং ২৭/০৬/২০২৩,
মঙ্গলবার বেলা ১:১৬। ২০৫৩, ২৯/০৬/২০২৩।