ভাবনা আসে মনের মাঝে,
        জীবন এলো কেমন করে?
বুকের মাঝে দুরু দুরু,
         কোথা থেকে হলো শুরু?


যোগ বিয়োগের খেলা ঘরে,
          প্রাণের শক্তি সঞ্চারিলে;
ক্ষুদ্র ক্ষুদ্র মিলে মিশে,
         দেহের শক্তি উন্মোচিলে।


এর পরেই চলার শুরু,
           ভাবতে অবাক লাগে;
জড় জৈবের বিক্রিয়তে,
             মনে আশা জাগে।


চলতে চলতে কত খেলা,
        আপন মনে ভাসায় ভেলা;
বাঁধন হারা চলার পথে,
          সুখ দুখের কত মেলা।


কেউ বেঁধেছে আপন করে,
         মনের বাঁধন টোটেনারে;
ভালবাসার এমন সুরে,
         সুরের যাদু বাঁধা তারে।


ছাড়তে বাঁধে, প্রাণ কাঁদে,
        সঙ্গিতের সুর হৃদয় সাধে;
আনন্দের ঐ মূর্ছানাতে,
       দুঃখের কথা ভাবতে বাঁধে।


সুরের ঝংকার মিলিয়ে যাবে,
           ক্ষুদ্র শক্তির বিভাজনে;
দেহের শক্তি নিঃশেষিবে,
         উত্তর দেবে ঐ বিজ্ঞানে।
৬ই ভাদ্র, ১৪২৩,
ইং ২৩/০৮/২০১৬,
মঙ্গলবার, সকাল ৯টা। 521 dtd 05/07/18.