প্রতি মুহূর্তই আরেক নতুন
মুহূর্তের অপেক্ষায়,
বাঁচার লড়াই জীবনের লড়াই
এ যে বৈপ্লবিক দায়।


যুদ্ধের পরে যুদ্ধ এমনি করে
জীবন হয় শুদ্ধ;
হেরে যাবে - হলে ঐ ধৈর্য হারা
অথবা হলে ক্রুদ্ধ।


এই শরীর, মন এবং অবস্থান
বলি যারে রেভিলিউশন;
রেখোনা বাঁধিয়া আপনারে
ওই ক্যাম্প ডিটেনশনে।


পেরিয়ে সকল আঁধার ঘোর
খুলুক বিপ্লবের দোর;
আর সেই আলোর জোৎস্নায়
যাবে কেটে আবিল ঘোর।


১৭ই বৈশাখ ১৪৩১,
ইং ৩০/০৪/২০২৪,
মঙ্গলবার বেলা ৯:৪৪। ২৩৫৫, ২১/৩২, ০১/০৫/২০২৪।