যে দেশে রাজা জঘন্য জ্ঞান বোধশূন্য,
প্রজারা শত দুঃখে কষ্টে ঘুমিয়ে থাকে,
আর সাংবাদিকরা অর্থের লোভে বিক্রি হয়,
সেই দেশের ধ্বংস হতে লাগেনা সময়।


এই দেশে যাদেরকে আমরা ভিখারি বলি,
আদতে তারা ভিখারী নয়;
যারা ক্ষমতার চেয়ারে বসে  জনগণের পয়সা মেরে খায়,
এই জগতে তাদেরকেই  সত্যিকারের ভিখারী কয়।


লেখাপড়া শিখে সত্যকে সত্য বলার
বুকে সাহস  যদি না থাকে;
তাহলে সেই শিক্ষিত মানুষ গুলো,
ফিরবে ওই ভিখারির দলে ঝাঁকে ঝাঁকে।


যেদিন রাজনীতি থেকে অর্থ উপার্জনের
সকল রাস্তা বন্ধ হয়ে যাবে;
সেদিন হতে দেশের জনগণ,
সত্যিকারের দেশের সেবক খুঁজে পাবে।


যে দেশের পুলিশ ঘুষ খায়,
নেতারাও চুরি করে ওরা নিরপেক্ষ নয়;
এমপি, এমএলেরা গরু ছাগলের মত বিক্রি হয়,
সেই দেশের মঙ্গল সত্যি কি আশা করা যায়?


আর একটা কথা না বললেই নয়,
আমরা সন্তানেরা বাবা মাকে বলি সেরা;
তাহলে ভেজাল, দুর্নীতি, ঘুষ, তোলাবাজি,
বলতে পারো এই জগতে করে কারা?


যেখানে নেতা মন্ত্রী কোটিপতি
দেশের সংকট কালে,
গরিব জনগণের উপর নানান ভাবে টেক্স চাপে;
আর ধনিক শ্রেণী চুপ্টি  করে ঘাপটি মেরে পড়ে থাকে।


এই রাজনীতি দেশসেবা না চাকুরি?
যদি দেশসেবা হয় তবে কেন বেতন বা পেনশন দিতে হয়?
আর যদি চাকুরি হয়,
তাহলে পরীক্ষা বা শিক্ষার মূল্যায়ন কেন নয়?


আজ সময় এসেছে বন্ধু্ প্রশ্ন করার,
জ্ঞান-বিজ্ঞানের মূল্য থাকবে কি ধরায়?
উত্তর আজ পেতে হবে, দিতেও হবে,
যারা জ্ঞানীগুণী দায়বদ্ধতার দায় বয়।  


৮ ই আশ্বিন, ১৪২৮,
ইং ২৫/০৯/২০২১,
শনিবার বেলা ১২:০৮। ১৪৫১, ২৬/০৯/২০২১।