যুক্তিই মুক্তি প্রকৃতির কাছে,
আচার-বিচার লেগে যায় কাজে।
হীনতাই দীনতা, অর্থ যশ নয়,
অর্থলুদ্ধ গৃধিনী সমাজ না চায়।


গৃহদাহ গৃহত্যাগী, করে সবে ভয়,
কদর্পকহীন সত্যবাদী শুধু টিকে রয়।
অর্থই অনর্থ আনে বলে যে সবাই,
লোলুপ লালোসার গন্ধ হেথা মোর পাই।


কুটিল, জটিল হয় সমাজের কাছে,
আগুন, বেগুন কত চারিদিকে আছে।
তৃনাবর্তের আবর্তে যদি পড়ে যায়,
জীবনের যত ভালো সব ধ্বংস হয়।


যুক্তি দিয়ে বিচার করো,
                          মুক্তি মাথায় রেখে;
অনাবৃষ্টি কাটতে পারি,
                             যদি বৃষ্টি আসে।


১৮ই আষাঢ়,১৪২৬,
ইং ০৪/০৭/২০১৯,
বৃহস্পতিবার, বেলা দশটা।  ৭২৯ তাং ০৮/০৭/২০১৯।