ভালবাসায় তাই হবে,
জগৎ এগিয়ে যাবে।
       নির্ঝঞ্ঝাট হবে ধরাটা;
হিংসা-দ্বেষ ভুলে গিয়ে,
শুচি শুদ্ধ মন নিয়ে
    ধন্য কর নিজের জীবনটা।


জীব প্রেম হোক সার,
দেবতারা নিক ভার,
জীবের বাসভূমি হোক নন্দনকানন;
সুখে দুখে মিলেমিশে,
জীবন পাবে সঠিক দিশে;
                   ধন্য হবে কবির মনন।


অরুনিমা শুভর প্রতীক,
দেখায় সঠিক দিক,
         সে তো  হারতে জানে না;
জয়ের মশাল বইছে কাঁধে,
মিথ্যাচারে তাদের বাঁধে,
         রক্ত ঝরে বাঁধা মানে না।  


পরের তরে জীবন দেয়,
তাই তো তারা পায় না ভয়,
         পরের হিতে হাসিখুশি থাকে;
নিজের স্বার্থ নয় পরমার্থ,
তারা এই জগতে অব্যর্থ,
        ভালোবাসে জন্মভূমি মা কে।


৪ ঠা ফাগুন, ১৪২৫,
ইং ১৭/০২/২০১৯,
রবিবার, বেলা ৪টা।   ৬৭৭ তাং ১৭/০২/২০১৯।