জীবন দিয়েছে জীবন নিয়েছে জীবনের সাথে মিশে,
সেই জীবন আবার দেখায়েছে পথ, দিয়েছে পথের দিশে।
জীবনের মূল্য নয় যে তুল্য জীবনই তা বোঝে,
তুল্য মূল্য বিচার হয় প্রতিদিন প্রতি রোজে।


দর্শক হয়ে পারে না থাকিতে
                              দর্শনধারী হতে হয় তাকে,
সহজ সরল জীবনের কথা
                                 রেখে যায় বাঁকে বাঁকে।


তাই নিয়ে কথা, তাই দেয় ব্যথা তাই দেখি সূক্ষ্ম দর্শনে,
উঠে আসে মত, আরও কত পথ, দর্শনের হল কর্ষনে।
এইতো জীবন এইতো মরণ, বিস্ময়ের এই যে ভ্রমণ,
সাধু সন্ন্যাসী আর জ্ঞানী গুণী, খুঁজিতে ধরণ করেছে বরণ।


জীবন শুধু বিস্ময়ের, এত  বিস্ময় আর কিছু নয়,
আলো আঁধারের খেলায় মানুষ পায় তাই ভয়।
অতল গহীন থেকে ভাবনা উঠে আসে অনন্তের পানে,
তাই শুধুই জীবন, শুধুই মরণ, বারে বারে মানুষকে টানে।


৯ ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং ২৬/১১/২০১৯,
মঙ্গলবার সকাল ১০:৩০। ৯০০, ৩০/০১/২০২০।