যদি জীবন যুদ্ধে লড়াই করে,
                       হেরেই যেতে হয়,;
তবে এই ধরাতে মিথ্যার আর
                    থাকবেনা তো ভয়।


সত্যের লড়াই, সত্যের পথে,
          আসবে বাধা নানান মতে;
হার মানা  হার পরে গলে,
         চলতে হবে সত্যের  রথে।


জীবন যুদ্ধ নয় কি সিদ্ধ?
         আনছো কেন ভাবনা মনে?
হেথায় মিথ্যা শুধুই অন্ধকার,
          ভেসে যায় আলোর বানে।


ধরায় জন্ম সত্য মৃত্যু সত্য,
                     সত্য ঊষার রবি;
অস্ত বেলায় তাই যে দেখি,
                  প্রভাত বেলার ছবি।


জন্ম-মৃত্যুর মাঝে শুধুই,
                 ঢেউয়ের আনাগোনা;
ঢেউ বুঝিয়া সবাই চলে,
                   যেন মাছের পোনা।


ভয় ছুটিবে চেতন এলে;
                     দুঃখের কিছুই নাই;
দুঃখের মাঝে সুখের আভা,
                  তাই তো দেখতে পাই।


২৮শে অগ্রহায়ণ, ১৪২৫,
ইং ১৫/১২/২০১৮,
শনিবার সন্ধ্যা ৫টা।