জীবন মরণ এইতো ধরণ,
করোনা এবার করছে বরণ,
              নতুন আলোর পথে;
ওরে ভীরু, এবার হবে শুরু,
বুক করছে তাই দুরুদুরু,
              চলতে নতুন রথে।


এবার নতুন করে ভাবতে হবে,
আর নতুন সুরে জাগতে হবে,
              সামনের দিকে চেয়ে;
আসবে বাঁধা তাই তো সাধা,
জিততে হবে এই কঠিন ধাঁধা,
            চলব জীবন তরী বেয়ে।


নতুন দিশা কাটবে নিশা,
ভাঙ্গাবো মোরা লৌহ সীসা,
               নতুন যুগের তরে;
ভয় পাবো না চলতে মোরা,
এই দেহের রক্তে ভিজুক ধরা,
             দেখাবো জয় করে।


১৪ ই বৈশাখ,১৪২৭,
ইং ২৭/০৪/২০২০,
সোমবার সকাল ৯:১০। ১০০২, ১০/০৫/২০২০।