সমস্যাবহুল জীবন পথে চলতে চলতে
ভালো মন্দ অনেক কিছু শিখতে লাগে,
      সেই অভিজ্ঞতা সম্ভোগের আনন্দটা দেয়।


সমস্যার সমাধান শৈশবের পুতুল খেলার মত,
খেলার পুতুল ভেঙে যাবে, কষ্ট পাবে,
গড়তে গিয়ে কাদা মেখে আনন্দটা দ্বিগুণ হবে।


এ যে জানার লড়াই, কঠিন লড়াই, জানতে হবে,
জানার জন্য বাধা টাকে আপন করে নিতে হবে,
তবেই তুমি জ্ঞানী হবে, কৌশলটা বুকে রবে।


জীবনে কৃতি যারা, ধৈর্য কভু হয় না হারা,
বিনা বাক্যে হাসিমুখে আপন মনে থাকে তাঁরা।


জ্ঞান ঐশ্বর্য, জ্ঞান বীর্য, জ্ঞান হৃদয়ের ধন,
জ্ঞানীগুণী দেশ ও জাতির জন্য করছে তাহা দান।
চেতনার আলো পেয়ে মনে প্রানে এলো বান,
সারা জীবন থাকবে তাহা হয়ে তাঁদের মূলধন।


২ রা  ভাদ্র, ১৪২৬,
ইং ২০/০৮/২০১৯,
মঙ্গলবার, সকাল ৮টা। ৭৬১, ইং ২২/০৮/২০১৯।