সুন্দর চাই, সুন্দর পাই,
নিকষ অন্ধকারে;
একটি তারাই উজ্জ্বল দেখি,
সকলের ভিড়ে।


মনের অজান্তে প্রাণের বৃন্তে
যে ফুল ফুটিল মোর;
সে কি সুন্দর স্বর্গীয় পুরন্দর?
না কুৎসিত বন্ধ করা দোর?


ভালো-মন্দ, সুন্দর-অসুন্দর,
        ব্যক্তি পূজার ঘোর;
দমবন্ধ অন্ধকারে আলোর লাগি
          করি মোরা জোর।


যাই ডুবে যাই কোন দুঃখ নাই,
আমি যাহা চাই, যদি তাহা পাই,
            তৃপ্ত হবে কি মন?
ব্যক্তি জীবনে শুধু চাওয়া পাওয়া
ভোরের আলোর মতো কিছু দেওয়া,
         এ গোপন যক্ষের ধন?


ইং ০৩/০২/২০২০,
সোমবার কাল ৭:৫৯।
প্রভাতী শুভেচ্ছা অনন্ত। ৯২২, ২০/০২/২০২০।