ভাবনা যে কখন আসে কেউ জানিনা মোরা,
সময়টা যে বড় কঠিন, যায় না তারে ধরা।  
ধরতে গেলে পালিয়ে যায়, মনটা বড় শূন্য হয়,
শূন্যের মাঝে অসীম সে যে কাব্যরূপি ধারায়।


আমরা ভাবি কি লিখিলাম,
ভাবতে গিয়ে লজ্জ্বা পেলাম,
      তবে কঠিন কাব্যিক ভাবনা কোথায়;
এই প্রকৃতিকে চেয়ে দেখ,
তাঁকে দেখে নিজে শেখ,
     সে লুকিয়ে থাকে আপন মনের ব্যথায়।

কাব্য মন, কাব্যিক ব্যথা,
ভাবনায় প্রকাশ সেই কথা,
    সেই ধ্বনি ছড়ায় মহাবিশ্বের দিকদিগন্তে;
ধ্বনির পরশ কর্ণে এলে,
মনের দুয়ার এমনি খোলে,
      অসময়ে দোল দিয়ে যায় সেই বসন্তে।


কাব্য তুমি বঁধূর মত,
প্রাণের দুঃখ হর শত,
      তুমি জীবনের প্রেম উজাড় করে দাও;
প্রেমের বিশ্ব, প্রেমের ধরা
প্রেম ছাড়া যে শূন্য মোরা,
        তার বিনিময়ে তুমি কতটুকু পাও।


কাব্য লক্ষ্মী, কাব্য সাক্ষী,
মধুর লোভে ভ্রমে মক্ষী,
     বোঝে তাঁরা, প্রকৃতির রূপে মুগ্ধ যারা।    
জন্ম কাব্য, মৃত্যু কাব্য,
প্রভাত রবির অস্ত কাব্য,
     প্রকৃতিতে সততই বয়ে চলে এই ধারা।  


৬ই বৈশাখ, ১৪২৫,
ইং ২০/০৪/২০১৮,
শুক্রবার, সকাল ৮.৩০মিঃ । ৫২২ তাং ০৭/০৭/২০১৮।