কালের গতিতে জীবনের পরিবর্তন,
শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ,
দেখেই মানুষ হয় ঋদ্ধ।


কতটুকু দেখি, কতটুকু শিখি,
কতটুকু হয় প্রকাশ জীবনে?
কাল, জীবন, মিলায় পবনে।


আলোর শেষে অন্ধকার আসে,
জেনেও যেন মানুষ জানে না,
এটাই বুঝি জীবনের পরিবেদনা।


অন্ধের মত তবু ছুটে চলে,
বুঝেও যেন কেউ বোঝে না,
জীবনটা যেন তানে নানে না
নিজের দোষ কেউ মানে না।


১ লা শ্রাবন, ১৪২৮,
ইং ১৮/০৭/২০২১,
রবিবার সকাল ৯:৩৮। ১৩৮১,  ১৮/০৭/২০২১।