আমরা যা দেখছি, যা শুনছি ,
তাহা সব সত্য নয়;
জীবনে চলার পথে ক্রমে ক্রমে  
কাল বলে দেয়।


কাল সত্য, জীবন সত্য,
সত্য প্রকৃতিতে আমি আর তুমি,
মৃত্যু দিয়ে বুঝতে পারি,
সৃষ্টি কত দামি।


পাখিরা সব উড়ে যায়  নিরুদ্দেশের পথে,
সন্ধ্যা হলেই ফিরে আসে তারা আপন নীড়ে,
এটাই সেই সত্য, রাখে তারে চক্রব্যূহ ঘিরে।


কি ক্ষমতা আমার তোমার?
এই অনন্তকে জানা,
ওই লক্ষ কোটি বছর দূরে,
যেতে মোদের মানা।


আমরা যে দূরেরই সবাই,
থাকি দূরে আপন ভেবে;
কাছে যাওয়ার নাই অধিকার,
কে কবে আপন হবে?


আসায় একা, যাওয়ায় একা,
জীবনে কেউ নয়রে দোকা;
সময় হলে যাব চলে,
আপন হওয়ার দিসনে ধোঁকা।


আমরা সবাই কষ্ট পাই,
ভাবি সবাই আপন ওরে;
ভালবাসার সেই অভিনয়,
থাকে মোদের হৃদয় জুড়ে।


পারিনা সত্যকে  টানতে কাছে,
শুধুই চেষ্টা- করি মিছে মিছে;
আপন ভেবে চোখের জলে
আমরা হারাই সকল দিশে।


২৭ শেষ বৈশাখ, ১৪২৭,
ইং ১০/০৫/২০২০,
রবিবার সকাল ৯:৩৫। ১০১৩, ২১/০৫/২০২০।