কালের গতিতে যেমনটি ঘটে,
সাধ্যি কি মানুষের থামায় বটে?
যুগের হাওয়া চলছে বয়ে
তাই চলতে হবে রয়ে সয়ে।


বল- ছোট্টরা সব কোথায় শেখে?
সবই শেখে বড়দের দেখে দেখে।
যেমন দেবে তেমন পাবে,
কপালে তেমনটিই লেখা রবে।


কোথাও ব্যতিক্রম কিছু হয়,
সব কি ধারায় বয়? তাহা নয়।
ইট মারলে পাটকেল খেতে হয়,
এ শুধু কথার কথা? তা নয়।


দেখি বাস্তবে অহরহ এমনই ঘটে,
কপাল যেমন যাহার, তেমন জোটে।
জগতে সত্য যাহা তাই বলি
ওই মানবতার দিও না বলি।


সবাই মান হুস নিয়ে থাকো
কালের গতি থামবে না কো।
সত্যের পরে ত্রেতা, দ্বাপর, কলি,
সবাই মোরা তাহা যাই ভুলি।


অবশ্যই সৃষ্টি হলে ধ্বংস হবে,
কে পেরেছে তাহা থামাতে কবে?
সত্যকে মেনে নিতে কষ্ট হয়,
তবু থেকে যায়, না মানার ভয়।


৭ ই কার্তিক, ১৪২৭,
ইং ২৪/১০/২০২০,
শনিবার বিকেল ৫:২০। ১১৭০, ২৫/১০/২০২০।