কালের কালিমা ধুঁয়ে মুছে দিয়ে,
        জীবন নূতন ভাবনায় আঁকে ছবি;
আশায় আশায় বুক বাঁধে সবে,
       তবু-ক্রমে অস্ত যায় প্রভাতের রবি।  


দেখি অস্ত বেলায় আর এক ছবি,
        মন ভুলানো সিঁদুর রঙ এ রাঙে;
ক্রমে ক্রমে আলোর ছটা যায় হারিয়ে,
          আঁধার এসে মনের ভ্রম ভাঙ্গে।


হায় রে-জীবন! হায় রে-ভাবনা!
এমন জীবন আর পাবে না।


মায়ের গর্ভে জনম নিয়ে,
    বসে-ঐ ধরিত্রীমার কোলে,  
        যাবার বেলায় শুধুই ডাকি,
                  মা, মা, মা বলে।            


১৭ই মাঘ, ১৪২৪,
ইং ৩১/০১/২০১৮,
বুধবার, ভোর ৮টা। B.K. 405.