মানুষ আসে মানুষ যায়
এটাই রীতি নীতি;
সুখের সংসার ভেঙে পড়ে
বলো কেমন প্রীতি!


এই পিরিতির জ্বালায় দেখি
ফেলছে চোখের জল;
ওই বন্ধু হারা হয়ে বন্ধু
ভাবে এটাই কর্মফল।


প্রকৃতির এই নিয়ম কঠিন
বুঝি না তো কেউ;
হয়ে ঘূর্ণিঝড়ে দিশাহারা
উঠছে বুকে ঢেউ।


ঢেউয়ের তোড়ে ভাসে সবাই
পাগল পাগল প্রাণ;
বসে একা একা গুনগুনি
গাইছে স্মরে গান।


এলে পরে তাহার সময়
আবার সেই খেলা
এবার তোমায় হবেই যেতে
মানবে না আর বেলা।


সকাল বিকাল রাত্রি দুপুর
কালের খেলা শেষ;
ঐ কালনাগিনীর মাথায় চড়ে
আছি আমরা বেশ।


১১ই পৌষ,১৪২৯,
ইং  ২৭/১২/২০২২,
মঙ্গলবার রাত ১০:৫২। ১৮৭১, ২৯/১২/২০২২।