কালের পথিক তুমি চলে গেলে
সেই কালের অন্তরালে;
জীবনের কথা', লড়াইয়ের কথা,
গেলে পশ্চাতে ফেলে।


কত রক্ত কত জীবন মাঠে-ঘাটে
উল্লাস ক্ষমতার লোভে;
প্রভাতের সূর্য লাল করে দিলে
উড়ে পতাকা ক্ষোভে।


ক্ষেতমজুর চাষীর সীমারেখা এঁকে
কি সংবাদ দিতে চায় ওরা?
ওই মানুষে মানুষের বিভেদ টেনে
মুখের অন্ন কেড়ে নেয় যারা।


ক্ষমতার লোভে মায়ের কোল খালি
সেই সম্মুখ সমরের নামে;
গোপনে লুকিয়ে রাখে কত সংবাদ
কত মানুষের জীবনের দামে।


সত্যের মুখোমুখি হতে হবে একদিন
ইতিহাস করবে না ক্ষমা;
হিসাব নিকাশ হবে নিক্তিতে নিক্তিতে
কালান্তরে সব রবে জমা ।


ধ্বংস বুঝি আজ দুয়ারে দাঁড়ায়ে
এসে গেছে বুঝি সেই দিন;
ছুটিছে কি কাল সমাপ্তির পথে
শোধিতে মানুষের এই ঋণ?


১ লা বৈশাখ, ১৪৩০,
ইং ১৫/০৪/২০২৩,
শনিবার বেলা ১০:৩৪। ১৯৮২, ১৯/০৪/২০২৩।