কল্প কথা আর রূপকথা
যত আছে চারিপাশে;
কেউ শুনে আনন্দ পায়
কেউবা দেখি হাসে।


মিথ্যার জাল বুনে বুনে
ওই গল্প রূপকথা;
ঐ মিথ্যাকে সত্য বানায়
বুকে জাগায় ব্যথা।


রাখে ঢেকে বুকে করে
অরূপ রূপের থলি;
আকাশ পাতাল স্বর্গ নরক
যেমন খুশি বলি।


ধর্ম দিয়ে মাতিয়ে রাখে
মিথ্যা ধর্ম সার;
বিশ্বাসে বলে মিলায় বস্ত
কে বলো কার?


রূপকথার আল্লাহ ভগবান
মিথ্যা ভয় দেখায়;
ভয়ের টানে সকল গানে
তাইতো অশ্রু ঝরায়।


ঐ জন্ম মৃত্যুর অন্ধকারে
আসেনি আজো আলো;
তাই মিথ্যাকে সত্য বলে
থাকি আমরা ভালো।


মানুষ যদি মানুষ হত
শুধুই মানবতা নিয়ে;
দুঃখ কষ্ট দূরে যেতো
ওই মানবধর্ম দিয়ে।


১৯শে পৌষ, ১৪২৯,
ইং ০৪/০১/২০২৩,
বুধবার রাত ৮:৪৫। ১৮৭৮, ০৫/০১/২০২৩।