ঐ যাজক, ব্রাহ্মণ, মৌলবীরা,
কর্ম বিমুখ ওরা;
পরের মাথায় কাঁঠাল ভেঙে
দাঁড়িয়ে আছে খাড়া।
তারা যদি ক্ষমতায় আসে
তাহলে ভবিষ্যতটা কি?
ঘরের দায়িত্ব পেয়ে যাবে
ঘরের কাজের ঝি।
ধর্মের নামের বিষাক্ত জীব
ছড়িয়ে গেলে দেশে;
ধ্বংস ছাড়া মিলবে না কিছু
মানব জীবনে শেষে।
শ্রম দেও আর মানুষ হও
থাকো রসে বসে;
অভেদ এই মানব আত্মা
থাকতে হবে মিশে।
৯ই ফাল্গুন, ১৪৩১,
ইং ২২/০২/২০২৫,
শনিবার রাত ১২:৩২। ২৬৫৪,
২৪/১৭২, ২৩/০২/২০২৫।