জড়- স্থির, চলন শক্তিহীন
পারে না যেতে দূরদূরান্তর;
বাইরের শক্তি, শক্তি যোগায়
ছোটে তাই প্রান্তর থেকে প্রান্তর।

নিউটনের সেই প্রথম সূত্র
জানি গতির জাড্যমতবাদ;
সেই কারণে করোনা ছড়িয়ে গেল
এটাই মানুষের মনুষ্যত্বের অপবাদ।

ওই মানুষ রূপী কিছু অমানুষ
শুধুই ব্যক্তিস্বার্থের তরে;
এই পৃথিবীটাকে নরক করল
করোনাকে ডেকে আপন ঘরে।

আর অচেতন এই জনগণ
তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে;
নিজেদের পায়ে কুড়ুল মারল
মিথ্যা ভরসার কথা পেয়ে।

করোনা পেলো ভীষণ গতিবেগ
তাই বিশ্বজগৎ করছে শোক;
ক্ষমতা, স্বার্থ, গুছিয়ে নিতে
শাসন ক্ষমতার হলো অপপ্রয়োগ।

এখন ও আমরা বুঝবোনা কি?
শাসন ক্ষমতায় কে সঠিক লোক?
না হলে এমনি করেই
আমাদের ভুগতে হবে কঠিন ভোগ।

২১শে পৌষ ১৪২৮,
ইং ০৬-০১-২০২২,
বৃহস্পতিবার রাত ১০:৪৩। ১৫৫৪, ০৭-০১-২০২২।