কাঁটাতারের কথা মনে হলে,
                      বুকটা ওঠে কেঁপে;
দুই নয়নে বারি ধারা,
                      বৃষ্টি আসে ঝেঁপে।


মাঠে কাঁটাতারের বেড়া,
                         সত্ত্ব ভাগের ফল;
মুক্তমন কে বাধা দেওয়ার,
                        এ যেন এক কল।


চেতন মনের কাছে অচেতন,
                এক কাঁটাতারের বেড়া;
সবুজ মনের অবুঝ ব্যথা,
                    বাজায় দেখো ঢেড়া।


ন্যাড়ার বেড়া শুধুই ঘেরা,
                         আসতে দেবে না;
সন্তানের পিতা যেই হোক,
                          জানেন শুধু মা।


মাতৃভূমি তাই তো জানি,
                 প্রিয় মায়ের মতো সে;
যত বাধাই আসুক বন্ধু,
                সন্তান মাকে ডাকে যে।


মা হারানো সন্তানের ব্যথা,
                             বুঝবে বল কে?
আছে কাঁটাতারে শুধুই ঘেরা,
                            ওই দেখো সে।


১৭ ই আশ্বিন, ১৪২৬,
ইং ০৫/১০/২০১৯,
শনিবার ভোররাত ৩:৩০।   ৭৯৯, ০৫/১০/২০১৯।