সবাইকেই ফিরতে হবে ঘরে,
           একদিন আগে কিংবা পড়ে;
ভাবনার ঈন্দ্রজালে বাঁধা যে সবাই,
          তাই জীবনের পরিণতি জড়ে।


আমরা কি জানতে পেরেছি?
            না চিনতে পেরেছি নিজেকে?
যদি জানতে পারি চিনতে পারি-
        তবেই অহংকার আমাদের ভাবনার;
           না হলে অবধারিত মৃত্যু তাঁর।


কোন পথে যাব? কেমন তাঁর রূপ?
             দূরে থেকে চেনা বড় দায়;
ঝড় না এলে এই জীবনের পড়ে,
           বাঁচার কৌশল কি শেখা যায়?


শৈশব থেকে হামাগুড়ি দিয়ে
         আছাড় পাছাড় খেয়ে হাঁটতে শেখা;
তারপর যৌবনে এসে-
        অবাক বিস্ময়ে এই জীবনটাকে দেখা।


কত আঘাত, কত সংঘাত,
          ছড়ায়ে ছিটিয়ে এই ছোট্ট জীবনে;
তাই তো নতুনের আবির্ভাব,
        এই সুন্দর রূপময় ভালবাসার ভুবনে।


৩১শে আশ্বিন, ১৪২৪,
ইং ১৮/১০/২০১৭,
বুধবার, বেলা ১১টা।