কত জ্বালা সইছি আমরা
নিত্য নতুন করে;
তবুও তো সেই চেতনা
আসছেনা তো ফিরে।


মুখে বলি লেখায় লিখি
যাইনা মানুষের কাছে;
কেমন করে চেতন শক্তি
বলতে পারো বাঁচে?


জগৎ জুড়ে এই ভাবনা
যদি না ছড়ায়;
তবে কেমন করে আসবে
কৃষ্টির এই ধারায়?


জানতে হলে মানতে হলো
কৃষ্টির এই ধারা;
প্রচার মুখী হতেই হবে
ভাবছো বন্ধু যারা।


আমরা যেন করতে পারি
এই বিশ্ব জয়;
বুকের মাঝে সাহস নিয়ে
ছেড়ে সকল ভয়।


সকল সত্য তুলে ধরবো
মিথ্যাকে তাই ছেড়ে;
চেতন শক্তি ক্রমে ক্রমে
আসবে আবার ফিরে।


২৬ শে কার্তিক, ১৪২৯,
ইং ১৩/১১/২০২২,
রবিবার সকাল ৯:৩৫। ১৮২৬. ১৪/১১/২০২২।