জন্ম থেকে দুঃখ শুরু,
মৃত্যুতে হয় শেষ;
জীবন পথে ক্ষণিক তরে,
সুখটা লাগে বেশ।


সুখের আশা যতই করো,
দুঃখ আসে ঘুরে;
দুঃখ ছাড়া নয় তো জীবন,
কেমনে রাখবে দূরে?


সুখ যে ভাই ক্ষণস্থায়ী,
সে যে মহামূল্যবান;
দুঃখ জীবনের প্রাণের বন্ধু,
রাখে সবার মান।


গরীব ধনীর তাইতো প্রভেদ,
সুখ, দুঃখ, বলে;
সুখের চাইতে দুঃখ ভালো,
নিত্য দিনে চলে।


এই জগতে কে আপন?
বুঝতে হবে আজ;
যে সব সময় পাশে থাকে,
বলতে নাই তো লাজ।


৬ ই আষাঢ়, ১৪২৭,
ইং  ২১/০৬/২০২০,
রবিবার সকাল ৯:১৯। ১০৪৫, ২২/০৬/২০২০।