ওরে ধিক! ধিক! ধিক!
এ বিচারের কোন দিক?
কে দোষী? কে নয়?
প্রকৃত দোষী কেমনে হয়?


সত্যের খোঁজে অনেক তত্ত্ব
     হারিয়ে গেল;
প্রকৃত সত্য কেমনে কোথায়
       পাবে বলো?


হায়রে প্রশাসন, কেমন শাসন,
       নাম সম্মুখ যুদ্ধ?
সুন্দর ব্যবস্থা সুন্দর প্রকাশান,
        কি সুন্দর বুদ্ধ?


কেউ বলে ঠিক হয়েছে,
         কেউ বলে না;
দৃষ্টি ঘোরানোর মোক্ষম দাওয়াই,
          কেউ বুঝবে না।


রাম রহিম মুক্তি পেল
এই ব্যবস্থা কোথায় ছিল?
কি দেশ কি শাসন?
সকাল-বিকাল শুধুই ভাষণ।


মিথ্যাচারের সেই নিদর্শন
দেখি পথে-ঘাটে;
পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ,
এটাই সত্যি বটে।


১৯ শে অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তাং ০৬/১২/২০১৯,
শুক্রবার, রাত ৯টা।  ৮৫৭, ০৭/১২/২০১৯।