ছিল ভাতৃত্বের বন্ধনে বাঁধা
সেই স্মৃতি মাখা অতীত জীবন;
আজ হারায়ে ফেলেছি সব
পরশে ওই পাশ্চাত্যের পবন।


ভাতৃত্বের বন্ধনে মিলেমিশে ছিলাম
মোরা হিন্দু মুসলমান;
সবার আনন্দ সবার ছিল,
ঈদ ও পূজার সেই আগমন।


স্বার্থান্বেষী মানুষের দয়ায়
আজ ছিন্নভিন্ন সমাজ;
মানুষের দুঃখ বাড়ায়ে দিয়ে
ওরা করছে ওদের রাজ।


শূন্য হাতে আসা যাওয়া
আবার সবই শূন্য হবে
ক্ষনিকের এই পার্থিব জীবনে
চিরদিন থেকেছে কে কবে?


সবাই একসাথে মিলে মিশে,
দুদিনের এই সফর;
বলতে পারো আমরা হেথায়
কে মালিক কে নফর?


২০ শে আশ্বিন, ১৪২৮,
ইং  ০৭/১০/২০২১,
বৃহস্পতিবার দুপুর১২:১৪। ১৪৬৩, ০৮/১০/২০২১।