কেন ধ্বংস? কেন সৃষ্টি,
কেন জগৎময় এত ঋদ্ধি।
           কেন দুঃখ? কেন হাসি?
           ঘৃনা কেন- রাশি রাশি?
কেন নিজের স্বার্থ শুধুই দেখি?
কেন পরের দুঃখে নাহি কাঁদি?
            সৃষ্টি আসে ভালবাসায়,
           নব রসে জগৎ ভাসায়।
সোনালি ঐ প্রভাত আলো,
মুছে দিক সব মনের কালো।


ধরার বুকে আসুক নেমে আনন্দ উচ্ছাস,
মুক্ত হাওয়ায় ফেলুক সবে সুখের নিঃশ্বাস।


ধ্বংস সৃষ্টি, এই প্রলয় কৃষ্ট্‌,
          সেই মহা-বিস্ফোরন হতে;
মানুষ আজও খুঁজে মরে,
        পেতে-জ্ঞান বিজ্ঞানের মতে।