বাতাস যখন মেঘের ভার বইতে নারে
তখন বৃষ্টি পরে ;
দুঃখের বোঝা যখন না পারে ঐ সইতে
তখন কান্না ঝরে।


পাত্রে যখন  আর হয় না সংকুলন
তখন সব উপচে পড়ে;
ঘরে যখন জায়গার অভাব ঘটে
তখন ঠাঁই হয় বাহির ঘরে।


পরিশ্রমের যৌথ পরিবার ভেঙে যায়
দেখি আমরা এমনি করে;
এটাই ওই শাশ্বত কালের নিয়ম
চলছে বয়ে ধীরে ধীরে।


নিত্য আমরা দেখি সবাই এই জগতে
আপন যায় পর হয়ে;
শত চেষ্টায় যায় না পারা রুখতে তারে;
যাচ্ছে সবার হৃদয় ভেঙ্গে।


আর ভাঙা হৃদয় যায় না জোড়া
মনে প্রানে চেষ্টা করে;
ধ্বংস যখন একান্তই এসে পড়ে
কেমন করে থামাবে তারে?


ওই সেই ধ্বংস সৃষ্টির এমন দৃষ্টি
যখন যেথায় তাহা পড়ে;
সেথায় নতুন ভাবনা নতুন করে
ঝড়ের বেগে ওঠে গড়ে।


২২শে শ্রাবণ, ১৪৩০,
ইং ০৮/০৮/২০২৩,
মঙ্গলবার বেলা ১১:৩৩। ২০৯৫, ১৯/০১, ১০/০৮/২০২৩।