সৃষ্টি শুরু কোথা থেকে
কোথা থেকে জীবন?
ওই সীমাহীন দিগদিগন্ত
কেমনে চিনব ভুবন?


চিনতে গেলে জানতে গেলে,
সময়ের বড় প্রয়োজন;
জীবন সময় বড্ড ছোট,
আমরা ছুটব কতক্ষণ?


কোটি কোটি বছর ধরে,
সৃষ্টি হল যাহা;
ষাট, সত্তর, আশি বছরে
যায়না  চেনা তাহা।


সীমার বাঁধন বাঁধবে কে?
ধু ধু করে পথ;
ক্ষুদ্র জীবের ক্ষুদ্র ভাবনা,
এবং নানান মত।


পথের মাঝে হারিয়ে যায়,
কেউ পায়না খোঁজ;
এমনি করেই চলছে জীবন,
দেখছি মোরা  রোজ।


১০ই শ্রাবণ, ১৪২৮,
ইং ২৭/০৭/২০২১,
মঙ্গলবার সকাল ৯:৩৫। ১৩৯১, ২৮/০৭/২০২১।