বৃষ্টি ভরা, দৃষ্টি তাঁর রাখে মোরে ঘিরে,
কেন তাহা ধরা দেয়, অশ্রুভরা নীরে?
নাই জ্ঞান তাই প্রাণ, কাঁদে বারে বার,
কোথা খুঁজি তারে আমি? নিজে নেই ভার।
পথ নাই প্রভু তাই, একা একা চলি,
দেও দেখা, তুমি হেথা, অন্ধকার গলি।
যদি পাই দেখা তাই, ধন্য হবে মন,
সব বোঝা যাবে নেমে, থেমে যাবে রণ।


যুগ যুগ ধরে তুমি, কেন থাকো দূরে,
একবার দেখা দাও, থাকো মন জুড়ে।
মিথ্যা নয় সত্য তুমি, নও অন্ধকার,
আলো ভরা দিন তুমি, দেও উপহার।
আজ মিথ্যা সত্য হবে, কালো করে দূর,
তুমি হও দীপ্ত আলো, হৃদি মাঝে সুর।


২৫ শে ভাদ্র, ১৪২৭,
ইং ১১/০৯/২০২০,
শুক্রবার সকাল ৮টা। ১১২৭, ১২/০৯/২০২০।