মানুষে মানুষে কিসের লড়াই?
দিকে দিকে লড়ছে সবাই।
ভাই হারা ভাই, সন্তান হারা মা,
কিছুই কি মানুষ বুঝতে পারে না?


ভূখন্ড থেকে ভূখন্ড ব্যাপি
                 মানুষ হারায় জন্মভূমি;
জন্মের পরেই মৃত্যু আসে,
          অপেক্ষায় থাকে অন্তর্যামী।


এলড়াই-গুন কিংবা ধর্মের নয়,
দীনতা হীনতা শুধুই মানবতায়।
মনুষ্য বোধ হারায় যারা
মানুষ নয় পশু যে তারা।
নিজে ভোগে পরকে ভোগায়,
আগুনে হাওয়া তারাই যোগায়।


কি সুখের আশায় লড়ছে মানুষ?
       বিবেক হারা কি আমরা সবাই?
ধর্মের নামে এই মৌল ভাবনা,
        ব্যক্তিমতের কি নয় এ দোহাই?


জ্ঞানীগুণী যারা দিয়েছিল মত,
শান্তির লাগি দেখায়নি কি পথ?
পাপি তাপিরা তাদের স্বার্থের ছলে,
সেই মত পথ কেই ধর্ম বলে।
যৌবনে যারা উৎসাহী তারা,
অবসরে এসে হয় যে হারা।


সব রবে পরে আপনার ঘরে,
              কেউ আর বোঝে না তাহা;
ক্ষনিকের মোহে লড়ছে লড়াই
          চেতনায় এলেই বলবে আহা!


৯ই পৌষ, ১৪২৬,
ইং ২৬/১২/২০১৯,
বৃহস্পতিবার বেলা ৩টা। ৮৭২, ২৮/১২/২০১৯।