কবি চেতনার সুপ্ত লড়াই,
        রবির কিরনের মত;
ছড়ায়ে পডুক জগৎ মাঝারে,
          হরিতে দুঃখ যত।


অসির চাইতে মসি বড়,
   রনতরী ঐ মন পবনের নাও;
সামাল সামাল নায়ের নাইয়া,
   তুমি ধীরে ধীরে বাইয়া যাও।


কাগজ কলমের এ লড়াই বন্ধু-
          কঠিন বলিয়া মানি;
জন্মের পরেই মৃত্যু মোদের,
          আমরা সবাই জানি।


সত্য মিথ্যার এ রনক্ষেত্র,
        ছাড়িতে পারি না মোরা;
সত্যের ধ্বজা কাঁধে লয়ে,
        ঐ ছুটিছে কবির ঘোড়া।


আয় আয় সবে হাতে হাত ধরি,
          করিব কঠিন বিশ্ব জয়;
ঝরিবে রক্ত, ঝরিবে জীবন তবু-
          পাবনা তো মোরা ভয়।


৯ই জ্যৈষ্ঠ, ১৪২৪,
ইং ২৪/০৩/২০১৭,
বুধবার, বেলা ৩টা।