ফরিদপুরের সেই চান্দ্রা গ্রাম ছেড়ে
উলঙ্গ রাজার খোঁজে এসেছিলেন  কলকাতায়।
কবিবর এসে পেলেন যীশুকে উন্মুক্ত রাস্তায়।
বন্ধু অমলকান্তির নিঃশ্বাসে না পাওয়ার বিশ্বাসে
যেন এ সর্বকালের জীবনের কথা;
মানুষের পথে চলার সেই ব্যাথা।
নাই - ভয় নাই,  না পাওয়ায়,
সবই পাওয়া যায় শুধুই তিতিক্ষায়।
তপনের রক্তের পড়োশী,
অবিভক্ত ফরিদপুরের বলি আমরা যারা,
কতটুকু নিলাম তারে আপন করে?
আজও তাহা ভাবিনি কখনও,
ভাবার সময় যদি আসে,
সে দিন ভাবিব  বসে,
চোখ মেলে, হৃদয় খুলে দেখিও।


৯ ই পৌষ, ১৪২৫,
ইং২৫/১২/২০১৮
মঙ্গলবার, বিকেল ৫ টা। ৬৬১ তাং ২৯/১২/২০১৮।