কবি প্রকৃতিনির্ভর সত্য সনাতন
থাকে লেখনীতে সত্যের অনুরণ
যাহা পরম হৃদয়ের ধন।

শত প্রলোভনে হয় না বিচ্যুত
এ যে জন্ম মৃত্যুর মতো
কবিদের তাহাই জীবনের ব্রত।

যারা দাসত্ব করে অর্থে বিক্রি হয়
তারা কভু কবি নয়,
সমাজ পায় তাদের ভয়

দাসখত লিখে দেয় হয় চাটুকার
তারা হয় সমাজের হানিকর
অর্থ ছাড়া বোঝে না তো  আর।

২৮শে পৌষ ১৪২৮,
ইং ১৩/০১/২০২২,
বৃহস্পতিবার সকল ৯:০৮। ১৫৭১, ২৫/০১/২০২২।