কবিদের মিলন মেলা আগরতলা
জীবন পথে আনন্দের খেলা।
উৎকর্ষের পথে মনন তাঁদের
প্রকাশ ঘটে চেতনা বোধের।


বুড়ো বয়সে আর পারিনা
তাই চলতে হয় রয়েশয়ে;
আগেই সবাই পৌঁছে যাবে
আবেগ ভরা মনটা লয়ে।


ঐ বাঁধনহারা মিলন মেলায়
মিলবো সবাই একাত্ম হয়ে;
আবেগ ভরা মনের জোয়ার
আনবে সবাই হৃদয়ে বয়ে।


স্মৃতির পাতায় থাকবে ফুটে
ওই মিলন মেলার ফুলগুলো;
দূরে থেকেও রইবে কাছে
সেই অনুষ্ঠানে যেমন ছিল।


সমাজ জাতির মুক্তি ঘটে
ঐ অন্ধকারের আঁধার পথে।
ভাবনা আনে পথের দিশা
আলোয় ভরে কেটে নিশা।


মন খুলে তাই আসতে বলি
সত্যের পথে খেলবো হোলি।
আর রেখে যাবো এই ধরাতে
দিশা-ভবিষ্যতের চলার পথে।


১৪ই শ্রাবণ,১৪৩০,
ইং ৩১/০৭/২০২৩,
সোমবার বিকেল ৩:৫০। ২০৮৬,১৮/২৪৩, ০১/০৮২০২৩।