কবি কত কথা প্রকাশ করে
         একটা পংক্তি লিখে;
ভাবতে ভাবতে কেটে যায় দিন
          তাঁদের ভাবনা দেখে।


ওই সোনার খনি হীরার খনি
         সকল খনি মিলে;
সীমাহীন সেই একটা পংক্তি
          আশ্রয় নেয় দিলে।


কবির মনের সেই চেতনা
          ছড়িয়ে পড়ুক সুরে;
আর হৃদয় থেকে হৃদয় হয়ে
          বেড়াক চেতনা ঘুরে।


এবার অচেতনের চেতনা আসুক
         কবির ছোঁয়া পেয়ে;
সাথে ফুলে ফলে ভরিয়া উঠুক
           ললিত সুরে গেয়ে।


২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ০৯/০৬/২০২৩,
শুক্রবার সকাল৮:৩৬। -২০৩৬, ১২/০৬/২০২৩।