মসি যদি হয় অসির সমান
প্রবল প্রতাপ চাপে;
দেখিবে জগত নতুন রূপে
নবীন রবির তাপে।

ওই চেতন চিত্তই পারে শুধু
রোধিতে হিংসা-দ্বেষ;
অনন্য রূপে প্রকৃতি আসিবে
কুরূপের থাকিবেনা রেশ।

কবি যদি হয় রবির মত
আলো ছড়ায়ে দিয়ে;
জাগিবে জগত নতুন রূপে
আনন্দ শিহরন নিয়ে।

দল-মতহীন সত্যের প্রতীক
কবিরাই হতে পারে;
বাণীময় হবে আকাশ বাতাস
পৌঁছেবে ঘরে ঘরে।

১৪ ই জ্যৈষ্ঠ, ১৫২৯,
ইং ২৯/০৫/২০২২,
রবিবার সকাল ৯:০৮। ১৭০২, ০৬/০৬/২০২২।