বাঙালি হারায়েছে আগাম চিন্তন,
দেখি আজ চারিদিকে;
ঐতিহ্য অতীতের নাহি পাই খুঁজে,
সবই হয়েগেছে ফিকে।


নিজের ভালো বোঝেনা যে আর,
কৃষ্টি হারিয়ে গেল;
তাই হনুমান রাম হলো আজ বাম,
আঁধার নেমে এলো।


অর্থ বর্ত ছিল না বাঙালির
ছিল ভাবনা সুদুরপ্রসারী;
মানুষের হিতে নিজ প্রাণ দিতে,
বাজায়েছে কতনা বাঁশরী।


রবি, নজরুল করেনি তো ভুল,
উদ্বুদ্ধ করেছে ওই কবিতায়;
কান্ডারী তুমি ধরো কষে হাল,
উঠবে সূর্য সোনার বাংলায়।


বণিকের ভাষা জাগাবেনা আশা,
আলো ছেড়ে কেন আঁধারে ?
ভাঙ্গ- অন্ধ গুহার দরজা ভাঙ্গ,
জাগাও চেতনার আলোরে।


৩০ শে চৈত্র,১৪২৭,
ইং ১৩/০৪/২০২১,
মঙ্গলবার বিকেল ৬টা। ২২৯০, ১৭/০৪/২০২১।