লজ্জা হয় আজ ভাবতে কথা,
মোদের মানুষ জন্ম হলো বৃথা,
আমাদের পূর্বসূরী এগিয়ে দিল খানিকটা পথ,
তাদের কথা শুনলাম কই, বুঝলাম না তাদের মত।
ব্যক্তিস্বার্থে শেষ করিলাম মানবতা আর মনুষ্য বোধ,
মোদের অধঃপতন ভগবানও করতে পারবে না রোধ।
দেশের ভালো নিজের ভালো বোঝেনা যে,
মানুষ তো দূরের কথা পশু ও নয় যে সে।
এমন জীবরা বেঁচে থাকলে পৃথিবীটাই ধ্বংস হবে,
যারা মানুষ বলে দাবি করি উঠে দাঁড়াও উচ্চ রবে।
জাগো বন্ধু সময় যে নাই ভবিষ্যৎ কে বাঁচাতে হবে,
রক্ত দিয়ে, জীবন দিয়ে, বাঁচার যুদ্ধ করব সবে।


১৩ ই মাঘ,১৪২৬,
ইং ২৮/০১/২০২০,
মঙ্গলবার সকাল ৭:৩৫। ৯১১, ০৯/০২/২০২০।