লক্ষ্মী ছাড়া
                -চিত্ত রঞ্জন সরকার


কারে পুজিতে চাই বসায়ে হৃদয়াসনে,
কার্তিক মাসের এই পূর্ণিমার দিনে?
এ তো সেই লক্ষ্মী নয়, যেন লক্ষ্মীছাড়া,
এ যে একান্তই মানুষের মন গড়া,
লাগেনা মানুষের কোন পূজায়।


কত কি উপাচারে ফুলমালা নৈবেদ্যের ভারে,
পদচিহ্ন আঁকি ঘরে ঘরে আপন করে।
তবুও তো আসে না সে আপনজনের কাছে,
তরী ভরি সোনার ফসল নিয়ে দাঁড়ায় না মানুষের পাশে।


পূজে না যারা তারে, বাঁধা থাকে তাদের ঘরে,
এই কি সেই ধন সম্পদের দেবী,
প্রকৃতই জনসাধারণের মায়ের ছবি?
ভাবতে অবাক লাগে,
তবে কেন মা বলে ডাকা,
সকাল থেকে উপোস থাকা,
তাই অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগে।


আশ্বাস আর সংশয় নিয়ে,
জীবন তরী চলছি বেয়ে।
কবে মিলবে সত্যিকারের খোঁজ?
মিথ্যে বিশ্বাস নিয়ে ছুটবে না আর মানুষগুলো,
উড়বে না আর তীর্থ পথে পায়ের ধুলো।
চেতনার সেই শক্তি লয়ে মিথ্যার মূলে আঘাত হেনে,
মানুষ প্রকৃত সত্যটা কে নেবে মেনে।


থাকবেনা আর অন্ধ সংস্কার,
মিলবে সবার সেই পুরস্কার,
ধন্য হব মোরা;
মানুষের এই কীর্তি থাকুক জগৎ জোড়া।


৬ই কার্তিক, ১৪২৫,
২৪/১০/২০১৮,
বুধবার, বেলা ২ টা।