অহিংস মানুষকে হিংসাশ্রয়ী-
           করে তুললো কে?
অর্থলোভী আর ক্ষমতালোভী,
         কতগুলো দানব যে।


এই লোভাতুর দানবগুলো,
    মোদের কোথায় নিয়ে যাবে?
মানুষের বন্ধু মানুষের সাথী,
      কেউ নাই কি এই ভবে?


আমরা যারা মানুষ বলে,
         মান্য সাবার কাছে;
কোথায় তাঁরা মুখ লুকাবে?
        তাঁদের ও দায় আছে।


তাই তো বলি-ভাবনার ছবি,
      আঁকো চলার পথে পথে;
সবাই মিলে লড়তে হবে,
      এই দানবগুলোর সাথে।


আমরা অধিক তারা অল্প,
    তবু ও লড়াই নয় যে সল্প;  
মনের জোড়ে জিৎবো মোরা,
     জগৎজুড়ে হউক সে গল্প।


সম্মুখে ঐ গভীর আঁধার,
           কে দেখাবে পথ?
আর অবকাশ নাইরে বন্ধু,
         সাজাও যুদ্ধের রথ।


১৯শে চৈত্র, ১৪২৪,
ইং ০৩/০৪/২০১৮,
মঙ্গলবার বেলা ৮টা। B.K.453 dtd 25/04/2018